ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল মোস্তফা আমিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার পর থেকে বিএনপির প্রতি মানুষের ভালোবাসা আরও বেড়েছে। সেই ভালোবাসার ঢেউ চট্টগ্রাম-১৫ আসনের জনগণের মধ্যেও স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১৫ আসনের নির্বাচনী প্রধান এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী রফিকুল আলম, শেফায়ত উল্লাহ চক্ষু এবং লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
0 Comments