রাবি লতিফ হল সংসদে ঈদগড়ের আব্দুর রশিদের জয়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী রামু উপজেলার ঈদগড়ের কৃতি সন্তান ঈদগড় ৫ নং ওয়ার্ড ফরিদুল আলমের পুত্র আব্দুর রশিদকে বৃহত্তর ঈদগড়বাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১২ ডিসেম্বর সরল আয়োজনের মধ্য দিয়ে ঈদগড় বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ঈদগড় এলাকার শিক্ষার্থী ও প্রগতিশীল তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আব্দুর রশিদের হাতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন স্মারক তুলে দেন। বক্তারা বলেন, আব্দুর রশিদের এই অর্জন ঈদগড়ের তরুণ শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণা এবং তিনি ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

সংবর্ধনা গ্রহণ শেষে আব্দুর রশিদ বৃহত্তর ঈদগড়বাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই ভালোবাসা ও সমর্থন আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। 

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা আব্দুর রশিদের সুদূরপ্রসারী সফলতা কামনা করেন এবং তার সামনে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈদগড় বদর মোকাম দাখিল মাদ্রাসার শিক্ষক মৌঃ ছৈয়দুল হক, ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মহসিন আজাদ, বিশিষ্ট সমাজ সেবক বনী আমিন, ঈদগড় জামায়াত ইসলামের আমির দিদারুল ইসলাম, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য বেলাল উদ্দিন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments