১৭ ডিসেম্বর কক্সবাজারে বিজয় মেলা শুরু

কক্সবাজারে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনের বর্ণাঢ্য ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’। ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত শহরের শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হবে এ আয়োজন, যা প্রতি বছরের মতো এবারও আয়োজন করছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটি।

শুক্রবার (১২ ডিসেম্বর) কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ২০২৫ সালের বিজয় মেলার পোস্টার উন্মোচন করেন আয়োজকেরা। বক্তারা জানান, বিজয় মেলা শুধুমাত্র উৎসব নয়—এটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, জাতীয় চেতনা, দেশপ্রেম ও প্রজন্মকে মুক্তিযুদ্ধের মূল্যবোধ শেখানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

মেলা চলাকালে থাকছে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন, যা দর্শনার্থীদের সামনে তুলে ধরবে ১৯৭১-এর ইতিহাস ও সেসময়ের সংগ্রামের চিত্র।

উদযাপন কমিটির চেয়ারম্যান আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, আহবায়ক সুবিমল পাল পান্না, সদস্য সচিব নাছির উদ্দীনসহ বিভিন্ন উপকমিটির নেতৃবৃন্দ—এম জসিম উদ্দিন, করিম উল্লাহ করিম, রাজীব বিশ্বাস, নাজমুল শাহেদ, জয় চক্রবর্তী, মিশু দাশ গুপ্ত এবং সদস্য খায়রুল হাসান মানিক, শাখাওয়াত ওসমান, শাহেদ মোস্তফা কায়েস, আমান উল্লাহ, শওকত ইসলাম ও ছিদ্দিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments