কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত টমটম নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তানিয়া আক্তার নামে ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তামাথা এলাকার মনোর আলমের মেয়ে। দুর্ঘটনার সময় সে বাবা-মায়ের সঙ্গে ঈদমনি এলাকায় নুরুল আবছার ড্রাইভারের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ জানান, লালব্রীজের উত্তরে আবচার কোম্পানির দোকানের পাশে পৌঁছালে টমটমের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তানিয়া আক্তারের মৃত্যু হয়। পরে তাকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। একই ঘটনায় শিশুটির বাবা-মাসহ গাড়িতে থাকা আরও কয়েকজন গুরুতর আহত হন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, দুর্ঘটনাকবলিত টমটমটি জব্দ করে ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি চকরিয়া থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments