গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ ডিসেম্বর দিবাগত রাতে রামু থানা পুলিশের একটি দল ঈদগড় এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পুলিশ জানায়, ৫ আগস্ট পরবর্তী সময়ে সংঘটিত বিভিন্ন সহিংসতা, নাশকতা এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশজুড়ে সন্ত্রাস দমন, নাশকতাকারীদের চিহ্নিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে। হাজী নুরুল আলমের আটক সেই চলমান অভিযানেরই একটি অংশ।
রামু থানা পুলিশ নিশ্চিত করেছে, আটককৃত হাজী নুরুল আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, এই আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
0 Comments