শহিদ হাদির নামে যমজ সন্তানের নাম

সিবি ডেক্স: জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে কক্সবাজারে এক জামায়াত কর্মী তার সদ্যজাত যমজ সন্তানের নাম রেখেছেন ‘ওসমান’ ও ‘হাদি’।

শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ড শাখার অর্থসম্পাদক জহুর আলম তার যমজ দুই পুত্র সন্তানের নামকরণ করেন শহিদ ওসমান হাদির স্মরণে। তিনি কক্সবাজার পৌর শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান। তিনি জানান, নাম রাখার দায়িত্ব তার ওপর অর্পিত হলে মা-বাবার সম্মতিতে যমজ শিশুদের একজনের নাম রাখা হয় হাসান ওসমান এবং অপরজনের নাম রাখা হয় হোসাইন হাদি।

আমিনুল ইসলাম হাসান বলেন, আধিপত্যবাদবিরোধী আন্দোলনের এক শহিদের নামে দুটি শিশুর পরিচয় গড়ে ওঠা আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়। 

নবজাতকদের বাবা জহুর আলম বলেন, শহিদ শরীফ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি ইতিহাস। তার নামে সন্তানদের পরিচয় দিতে পারা তার পরিবারের জন্য আজীবনের গর্ব।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments