র্যাব জানায়, রবিবার (২১ ডিসেম্বর) ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামাল শিকদার (৫০) কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের সিকদার বাড়ির মো. দিলু মিয়া শিকদারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর তিতাস উপজেলার শিবপুর সিকদার বাড়িতে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। আসামি জামাল শিকদার তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন ধরাকে কেন্দ্র করে স্ত্রী ও কন্যাকে গালমন্দ করেন। একপর্যায়ে তার কন্যা মারিয়া আক্তারকে মারধর ও লাথি মেরে গুরুতর আহত করলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়টি জানতে পেরে আসামির শাশুড়ি সুফিয়া বেগম (৭০) মেয়ের শ্বশুরবাড়িতে এসে জামাল শিকদারকে জিজ্ঞাসাবাদ করলে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জামাল শিকদার তাকে মারধর করেন এবং কোলে তুলে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করেন।
ঘটনাটি দেখে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সুফিয়া বেগমের নাতি বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব জানায়, আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে তিতাস থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
0 Comments