শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক জানান, উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জনসাধারণ ও আগত পর্যটকদের বিজয় উদযাপন যেন নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে কক্সবাজার জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, প্রেসক্লাব, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে—বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন।
এছাড়াও বিয়াম আঞ্চলিক কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে। সৈকতের লাবণী পয়েন্টে সার্ফিং ও জেটস্কি প্রদর্শনীর পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।
এদিন সন্ধ্যায় লাবণী পয়েন্টে তিন দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। একই সঙ্গে রাতে উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে।
0 Comments