কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় একটি যাত্রীবাহী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ চালককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি। রোববার (২৮ ডিসেম্বর) সকালে শীলখালী অস্থায়ী চেকপোস্টে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তির নাম মো. জামাল (৪৩)। তিনি টেকনাফ থানার হাবির পাড়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে। বিজিবি সূত্র জানায়, সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার চেকপোস্টে থামানো হয়। এ সময় বিজিবির প্রশিক্ষিত ডগ ‘রকি’ তল্লাশি চালিয়ে গাড়ির স্টিয়ারিংয়ের নিচে বিশেষ কৌশলে লুকানো পাঁচটি পোটলায় রাখা ইয়াবার সন্ধান পায়।
মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, আটক ব্যক্তি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। মাদক ও চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামিকে জব্দকৃত ইয়াবা ও প্রাইভেটকারসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
0 Comments