গাজীপুর-১ আসনে মজিবুরের মনোনয়ন জমা

গাজীপুর-১ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমান সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের আগে কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় হাজার হাজার দলীয় নেতাকর্মী ও ভোটার সমর্থকদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সবার কাছে দোয়া ও অনুমতি প্রার্থনা করেন। পরে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মজিবুর রহমান বলেন, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের ভোটারদের সহযোগিতায় তিনি গাজীপুর-১ আসনটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান। তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানার সাবেক সভাপতি ইদ্রিস আলী সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, জেলা জাসাসের আহ্বায়ক এরশাদ ফকির, পৌর যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Post a Comment

0 Comments