টেকনাফে দিনের আলোয় দোকানে হামলা–লুট

মো: নবীর আলী, টেকনাফ: টেকনাফ পৌরসভার পানবাজার এলাকার হোটেল দ্বীপ প্লাজার পূর্ব পাশে অবস্থিত ‘আল-মদিনা অটো পার্টস’ দোকানে দিনের আলোয় হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় সাংবাদিক সাকের বিন ফয়েজের ছোট ভাই আনোয়ার আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ—দোকানে ঢুকে কয়েকজন ব্যক্তি আনোয়ারের ওপর অতর্কিত হামলা চালায় এবং দোকানে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই স্থানীয়রা আহত আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

পরিবারের দাবি, জালিয়াপাড়ার কয়েকজনের বিরুদ্ধে এ হামলা ও লুটপাটের অভিযোগ রয়েছে। তবে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

টেকনাফ মডেল থানার কর্তৃপক্ষ জানান, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে আমরা তদন্ত করছি।”

এদিকে দিনের বেলায় বাজার এলাকায় এ ধরনের হামলার ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।

Post a Comment

0 Comments