বাজিতপুরে বিএনপি মনোনয়ন ঘিরে রেল অবরোধ

কিশোরগঞ্জ–৫ (নিকলী–বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এহসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বাজিতপুরের সরারচর স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন ইকবালের কর্মী-সমর্থকরা।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা রেললাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ চালানো হয়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনসহ অন্যান্য ট্রেন চলাচল ব্যাহত হয় এবং হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে দুপুর ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, এহসানুল হুদার মনোনয়ন বাতিল করে শেখ মজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দিতে হবে। অন্যথায় আগামী ২৬ ডিসেম্বর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সোমবার (২২ ডিসেম্বর) বিএনপিতে যোগ দেওয়ার পর বুধবার সকালে এহসানুল হুদাকে কিশোরগঞ্জ–৫ আসনের মনোনয়ন দেওয়া হয়। তিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

0 Comments