ভোটার হলেন তারেক রহমান ও জাইমা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনের প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখাও বিষয়টি নিশ্চিত করে। এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেন।
এর আগে থেকেই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হচ্ছেন। সে অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রাখে।

Post a Comment

0 Comments