সড়ক দুর্ঘটনা: ৩৭ পরিবার পেল বিআরটিএর চেক

সাজ্জাদ হোসেন: কক্সবাজার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারবর্গের অনুকূলে বিআরটিএ'র ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক বিতরণ সম্পন্ন হয়েছে।

২০ ডিসেম্বর শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে নিহত ও আহত ৩৭ টি পরিবারের মাঝে মোট ১ কোটি ৭৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ণ, এই সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। প্রতিবছর বহুসংখ্যক মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। বার বার বিভিন্ন মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ৬ লেন করার দাবি উঠলেও এখনো এর কোনো সমাধান এখনো হয়নি। সড়কগুলোর বিশেষ বিশেষ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা প্রয়োজন। তাছাড়া এই সড়কে প্রতিনিয়ত পর্যটকদের যাতায়াত রয়েছে তাদের জন্য সড়ক নিরাপত্তা প্রয়োজন। নিরাপদ সড়কের পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেন করার দাবি জানান বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনা ঠেকাতে বিআরটিএ বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে, একটি গবেষণা করে দেখা গেছে ১০০ জন ড্রাইভারের চোখ পরীক্ষা করে ৮০ জন ড্রাইভারের চোখে সমস্যা রয়েছে, কিন্তু তারা সবাই পেশাগত চালক, এসব বিষয়ে চালকদের সচেতনা প্রয়োজন। আমাদের পক্ষ থেকে চালকদের ডোপ টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে। চালকদের অতিরিক্ত গাড়ি চালাতে হয়, একারণে মাঝে মধ্যে হেল্পার দিয়ে গাড়ি চালায় এজন্যও অনেক সময় দুর্ঘটনা ঘটে।
দক্ষ চালক তৈরির জন্য বিআরটিএ সিদ্ধান্ত নিয়েছে টারা ৬০ ঘন্টা ট্রেনিং ছাড়া কোনো চালককে লাইসেন্স দেয়া হবে না। যেখানেই দুর্ঘটনা ঘটবে সেখানে বিআরটিএ'র সদস্যরা পৌঁছে যাবে। দুৃ্ঘটনাকবলিত পরিবারগুলোর খবর নিবে এবং তাদের সহযোগিতার আওতায় আনবেন। দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদনের সময় টা বাড়িয়ে ৬০ দিন করার আবেদন জানানো হয়েছে সরকারকে।
তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পরিবারের একজন সদস্য হারানো মানে একটি অপূরনীয় ক্ষতি, এই ক্ষতি পূরণ করা সম্ভব না। তবুও সরকারের পক্ষে থেকে পরিবারগুলোর একটু পাশে দাড়ানো।

অতিথিদের বক্তব্য শেষে বিআরটিএ'র পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪ টি পরিবারের মাঝে ৫ লক্ষ, গুরুতর আহত ২ টি পরিবারে ৩ লক্ষ করে ও সাধারন আহত ২ টি পরিবারে ১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব এর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠিতে বক্তব্য রাখেন, বিআরটিএ পরিচালক রুবাইয়াৎ-ই-আশিক,
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক- মো: মাসুদ আলম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি নুরুল ইসলাম হেলালী, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সওজ'র উপ বিভাগীয় প্রকৌশলী রাহাত আলম, সিভিল সার্জন প্রতিনিধি ড. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর
শ্রমিক কল্যাণ ফেডারেশন এর আবুল কালাম আবু ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমিনুল হক।
এসময় বিআরটিএ, ট্রাফিক বিভাগ, সড়ক বিভাগ, সাংবাদিক, পরিবহন নেতৃবৃন্দ সহ নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments