কক্সবাজারের ঈদগাঁওয়ে গভীর রাতে পুলিশের সঙ্গে একটি ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২১ ডিসেম্বর) রাত পৌনে ৪টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসযোগে ডাকাতদল গরু লুট করার সময় ডিউটিতে থাকা পুলিশের উপস্থিতি টের পায়। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশ ও স্থানীয়রা ডাকাতদলের জিম্মি করা তিন যুবককে পরিত্যক্ত একটি ঘর থেকে উদ্ধার করেন।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি। তিনি জানান, পাশ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের এক ব্যক্তির গোয়ালঘর থেকে দুটি গরু মাইক্রোবাসে করে লুট করে নিয়ে যাওয়ার সময় ডাকাতদল তিন পথচারীকে জিম্মি করে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
চেয়ারম্যান আলমগীর তাজ জনি আরও বলেন, পুলিশ সময়মতো পৌঁছানোয় এলাকাবাসী বড় ধরনের গণডাকাতির হাত থেকে রক্ষা পেয়েছে।
ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার সনক কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের দ্রুত উপস্থিতির কারণে স্থানীয়রা ডাকাত দলের কবল থেকে রক্ষা পেয়েছেন।
0 Comments