হুমকি ও মিথ্যা মামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রেজাউল করিম নামে এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার, মিথ্যা ও ভিত্তিহীন মামলায় হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এক বিবৃতিতে রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল রাজনৈতিক ক্ষমতা ও অর্থের প্রভাব ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় একের পর এক মিথ্যা মামলায় তাঁকে অভিযুক্ত করা হচ্ছে। সর্বশেষ আরও একটি ভিত্তিহীন মামলায় জড়ানোর পাশাপাশি তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

রেজাউল করিম অভিযোগ করে বলেন, “একটি বড় রাজনৈতিক দলের নাম ব্যবহার করে আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। টাকা দিয়ে লোক ভাড়া করে আমাকে মারধর কিংবা হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে, যা আমার জন্য চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।”

তিনি আরও বলেন, যদি কোনো সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তে তিনি অপরাধী প্রমাণিত হন, তবে আইনের সর্বোচ্চ শাস্তি পেতেও তাঁর কোনো আপত্তি নেই। তবে তদন্ত ছাড়াই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানি করা অনাকাঙ্ক্ষিত ও অন্যায় বলে তিনি উল্লেখ করেন।

রেজাউল করিম প্রশ্ন তুলে বলেন, যাঁরা তাঁর বিরুদ্ধে এই অপপ্রচার ও হুমকির সঙ্গে জড়িত, তাঁদের সঙ্গে তাঁর কী ধরনের বিরোধ রয়েছে, তা তিনি জানতে চান। তাঁর দাবি, সত্যকে আড়াল করতেই এই প্রতিহিংসামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এ অবস্থায় তিনি প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি তাঁর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Post a Comment

0 Comments