গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে দলের সাতজন মনোনয়ন প্রত্যাশী একমঞ্চে উঠে ঐক্যের বার্তা দিয়েছেন। সকল ভেদাভেদ ভুলে তথাকথিত ‘অদৃশ্য শক্তি’র মোকাবিলা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার অঙ্গীকার করেন তারা।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে টঙ্গীর মধুমিতা রোড সংলগ্ন টঙ্গী কনভেনশন হলে আয়োজিত এক নির্বাচনী প্রাক-প্রস্তুতি সভায় এ দৃশ্য দেখা যায়।
গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির সমর্থনে একমঞ্চে ওঠা মনোনয়ন প্রত্যাশীরা হলেন—কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।
সভায় বক্তারা বলেন, বিএনপির নেতা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সবাইকে ধানের শীষের পক্ষেই কাজ করতে হবে। ব্যক্তিগত অবস্থান নয়, দলের প্রতীকই মুখ্য—এটাই বিএনপির রাজনীতি। তাই মনোনয়ন প্রশ্নে অতীতের সব মতভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এসময় আগামী নির্বাচনে অদৃশ্য শক্তির মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করা হয়। পাশাপাশি যে সকল বিএনপি নেতা এখনো ধানের শীষের পক্ষে সক্রিয় হননি, তাদের আগামী দুই দিনের মধ্যে মাঠে নামার আহ্বান জানানো হয়।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় সভায় গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
0 Comments