(১৬ ডিসেম্বর) মঙ্গলবার তুফান আলী পাড়া দারুল কোরআন নূরানী মাদ্রাসা ও হেফজখানার মাঠে ৯নং ওয়ার্ডের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
তুফান আলী পাড়া যুব সমাজ ও একতা সংঘের সভাপতি নবী হোসেন
আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোবারক,সহ-সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ,ক্রিড়া সম্পাদক নুরুল আমিন, আব্দুল করিম, মহিবুল্লাহ, মোঃ ফোরকান, নেজামত আলী ও প্রমুখ।
এসময় বক্তারা বলেন সমাজের যে, কোন কাজে আমরা সেচ্ছাসেবী হিসেবে এগিয়ে আসবো, এখন সল্প পরিসরে হলেও ভবিষ্যতে বিশাল আকারে আমাদের সংগঠন মানুষের কল্যাণে কাজ করবে
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুব সমাজকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
0 Comments