তবে আলোচিত রিকশাচালক সুজনের নাম এ তালিকায় নেই। গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের স্যালুট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তিনি। ঢাকা-৮ আসনের মনোনয়নপত্র ২০ নভেম্বর সংগ্রহ করলেও প্রথম তালিকায় তার আসনে কাউকে চূড়ান্ত করেনি এনসিপি।
দলটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের মনোনয়ন বাতিল করা হবে। ধাপে ধাপে আরও তালিকা প্রকাশের পর জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বণ্টন সম্পন্ন হবে।
দেশের বিভিন্ন জেলার ১২৫ আসনে ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ নানা পেশার প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামসহ সব বিভাগেই প্রার্থী রয়েছে। কক্সবাজার-১, কক্সবাজার-২ ও কক্সবাজার-৪ আসনেও মনোনয়ন দেওয়া হয়েছে।
পুরো মাসজুড়ে সব আসনে প্রার্থীদের নাম প্রকাশ করবে দলটি। সুজন শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাবেন কি না—তা এখনো নিশ্চিত নয়।
0 Comments