সেন্টমার্টিন সাগরে কোস্টগার্ডের অভিযান

কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন সেন্টমার্টিনের গভীর সাগরে পৃথক দুটি অভিযান চালিয়ে অবৈধ পন্থায় মিয়ানমারে পাচারকালে দেশীয় তৈরি বিপুল পরিমাণ সিমেন্ট ও লুঙ্গির চালানসহ ২২ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে সেন্টমার্টিনের গভীর সাগরে অবস্থানরত কোস্টগার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সাগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং ট্রলার তল্লাশি করে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৭০০ বস্তা সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

এরপর একই দিন ভোররাতে কোস্টগার্ড সদস্যরা আরও একটি সন্দেহজনক ফিশিং ট্রলারে অভিযান চালান। এ সময় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ১২০০ পিস বার্মিজ লুঙ্গিসহ অপর ১১ জন চোরাকারবারিকে আটক করা হয়।

উদ্ধারকৃত মালামাল, দুটি ফিশিং ট্রলার এবং আটককৃত দেশি-বিদেশি ২২ জন চোরাকারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের জন্য তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

Post a Comment

0 Comments