গ্রেফতারের পর তার দেওয়া তথ্যে পুলিশ একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২টি কার্তুজ উদ্ধার করেছে। পুলিশ জানায়, গত ১৪ ডিসেম্বর হামজারবাগ জিলানী লেইনের নির্মাণাধীন হোসাইন টাওয়ারে একদল সন্ত্রাসী ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় প্রজেক্ট ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের মারধর করা হয় এবং কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
পরে কেয়ারটেকার বাদী হয়ে ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযানের একপর্যায়ে দিদারকে গ্রেফতার করা হয় এবং তার স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
0 Comments