১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় কয়লাবিদ্যুৎ প্রকল্পের প্রধান গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
জানা যায়, সুমন বাপ্পি দীর্ঘদিন ধরে প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কাজে প্রভাব খাটিয়ে কমিশন বাণিজ্যে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় ক্যাবল পাচারে মদদ দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, প্রকল্প এলাকায় নিরাপত্তা দায়িত্বে থাকার সুযোগকে ব্যবহার করে তিনি একটি প্রভাবশালী চক্রের সঙ্গে যুক্ত হয়ে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে নজরদারিতে রাখে এবং পরে আটক করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, তদন্তের মাধ্যমে প্রকল্প এলাকায় চলমান সব ধরনের অনিয়ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments