আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম থাকা সত্ত্বেও নিয়মিত জেলা লিগ কিংবা বড় পরিসরের স্থানীয় টুর্নামেন্ট না হওয়ায় কক্সবাজারের ক্রিকেট দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়েছিল। প্রতিযোগিতামূলক ম্যাচের অভাবে অনেক প্রতিভাবান ক্রিকেটার মূলধারা থেকে হারিয়ে যান, যার প্রভাব পড়ে জাতীয় পর্যায়েও। কক্সবাজারের ক্রিকেটারদের প্রতিনিধিত্ব ছিল সীমিত।
এই শূন্যতা পূরণে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সায়মন বিসিবি কাউন্সিলর কাপ টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কলাতলীতে সায়মন বীচ রিসোর্টে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।
ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ২১টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞ ক্রিকেটারদের অংশগ্রহণে টুর্নামেন্টটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
বুধবার (২৪ ডিসেম্বর) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড–২-এ উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হবে। প্রথম রাউন্ডে ৭টি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো অংশ নেবে। প্রতিদিন স্টেডিয়ামের দুটি মাঠে চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিসিবির মুখপাত্র সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারের ঝিমিয়ে পড়া ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এই টুর্নামেন্ট কক্সবাজারের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় ক্রীড়ামোদীরা মনে করছেন, বিসিবি কাউন্সিলর কাপের মতো নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করা হলে পর্যটন নগরী কক্সবাজার থেকেও ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ক্রিকেটার উঠে আসার সুযোগ সৃষ্টি হবে।
0 Comments