তারেক রহমানের প্রত্যাবর্তনে কক্সবাজার বিএনপির ঢল

প্রায় দেড় যুগ পর আগামীকাল ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্রের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। এখনও একদিন বাকি থাকলেও ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় গিয়ে অবস্থান নিয়েছেন।
পর্যটন জেলা কক্সবাজার থেকে প্রায় ১০ হাজারেরও বেশি বিএনপি নেতাকর্মী ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন। তারা গত ২২ ডিসেম্বর থেকেই যাত্রা শুরু করে ২৩ ডিসেম্বর ঢাকায় পৌঁছান। আজও কক্সবাজারের বিভিন্ন উপজেলা ও ইউনিট থেকে নেতাকর্মীদের ঢাকায় আসার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী পূর্বাচলে প্রস্তুতকৃত মঞ্চের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে লেখেন, “কক্সবাজারের আমরা ক’জন। ইতিহাসের সাক্ষী হতে এসেছি, আপনিও চলে আসুন।”
মুঠোফোনে তিনি জানান, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রেকর্ডসংখ্যক মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন, যা অতীতে কোনো রাজনৈতিক সমাবেশে দেখা যায়নি।
জেলার বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারাও বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। উখিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ ফরহাদ বলেন, তারা ২৩ ডিসেম্বরই ঢাকায় পৌঁছেছেন এবং এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত।
জেলা বিএনপি সূত্র জানায়, আজ রাতেও বাস ও ট্রেনে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। সব মিলিয়ে ২৫ ডিসেম্বর সকালে পূর্বাচলের অনুষ্ঠানস্থলে কক্সবাজার জেলা থেকে ২০ হাজারেরও বেশি নেতাকর্মীর উপস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, জেলার ৯টি উপজেলা থেকেই নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী নিপীড়নের অবসান ঘটিয়ে তারেক রহমান দেশের মাটিতে ফিরছেন এবং তার নেতৃত্বেই বিএনপি আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয়ী।
তিনি আরও জানান, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেন ছেড়ে যাবে। এতে ৫০৪ জন নেতাকর্মী নিজ নিজ টিকিট ক্রয়ের মাধ্যমে যাত্রা করবেন।

Post a Comment

0 Comments