লম্বা মিজানের ঘরে নৌবাহিনীর অভিযান

কক্সবাজারের টেকনাফে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘লম্বা মিজানের’ বসতঘরে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘরে অভিযান চালায়।

অভিযানকালে লম্বা মিজানের ঘর তল্লাশি করে দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি পিস্তল, বিভিন্ন মডেলের ৯ রাউন্ড লাইভ অ্যামুনিশন, ৪ রাউন্ড পিস্তল বল, ২টি দেশীয় অস্ত্র এবং ১০ হাজার পিস ইয়াবা।

অভিযানে টেকনাফ থানার পুলিশ সদস্যরাও অংশ নেন। পরে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার কাছে হস্তান্তর করা হয়।

Post a Comment

0 Comments