চকরিয়ায় নির্বাচনী ব্লকরেইড শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তামূলক তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে চিহ্নিত অপরাধী ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের বিশেষ ব্লকরেইড অভিযান শুরু হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি তল্লাশি চালায়। অভিযানে চিহ্নিত অপরাধী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ তৎপরতা চালানো হয়।

ওসি মো. মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত এই ব্লকরেইড অভিযানকে স্বাগত জানিয়েছেন সুরাজপুর–মানিকপুর ইউনিয়নের সাধারণ জনগণ। অভিযানের পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, সুরাজপুর–মানিকপুর ইউনিয়ন পরিষদ এলাকার জনগণ যাতে নির্বিঘ্ন ও নিরাপদে চলাচল করতে পারে, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় চকরিয়া থানা পুলিশের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলে তিনি আশ্বস্ত করেন।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার আগাম প্রস্তুতির অংশ হিসেবে ওসি মনির হোসেন সুরাজপুর–মানিকপুর ইউনিয়ন পরিষদের অধীন চারটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটকেন্দ্রগুলোর ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা, আশপাশের পরিবেশসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা ও নজরদারি অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments