অনন্তকালে খালেদা জিয়া

সিবি ডেক্স: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করা হচ্ছে।

সাবেক সচিব শামসুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে লিখেছেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তিনি লেখেন, ‘মহাকাল থেমে গেছে, আমরা এতিম হয়ে গেলাম।’ পাশাপাশি তিনি মহান আল্লাহর দরবারে জীবিত ও মৃত সকলের জন্য ক্ষমা ও রহমত কামনা করেন।

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম শোক জানিয়ে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।’

বিএনপির প্রেস উইংয়ের সদস্য ফয়েজ আহমেদ লেখেন, ‘বাংলার আপসহীন নেত্রীর বিদায়।’

ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম শোক প্রকাশ করে লিখেছেন, ‘আহ! ইয়া আল্লাহ! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

এছাড়া বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি প্রকাশ করে লেখা হয়, ‘আমাদের সবার প্রিয় দেশনেত্রী খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন।’

খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও শূন্যতার অনুভূতি বিরাজ করছে।

Post a Comment

0 Comments