এস.এ. কম্পিউটার টেকনিক্যালে বর্ণাঢ্য বিদায়

রেজাউল করিম, উখিয়া: উখিয়া উপজেলার অন্যতম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এস.এ. কম্পিউটার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-এ ৬ মাস মেয়াদি কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার সকাল ২৯ ডিসেম্বর প্রতিষ্ঠান মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উম্মে সালমা বালিকা মাদ্রাসার সহকারী শিক্ষক আসাব উদ্দিন,
লেংগুর বিল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাজাহান,
মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজ এবং
এস.এ. কম্পিউটার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ড্রাইভিং সেকশনের ট্রেইনার মিজবাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক রহিম খান রাজ। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“বর্তমান যুগে শুধু সার্টিফিকেট নয়, দক্ষতাই মানুষের আসল শক্তি। এস.এ. কম্পিউটার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার শিক্ষার্থীদের হাতে-কলমে বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, এই ধরনের কারিগরি ও তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র গ্রাম পর্যায়ে গড়ে উঠলে তরুণ সমাজ আত্মকর্মসংস্থানের দিকে এগিয়ে যাবে এবং বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা এস.এ. কম্পিউটার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে মেধাবী ও নিয়মিত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দ ও আত্মবিশ্বাসের ছাপ ফুটে ওঠে। অনেক শিক্ষার্থী তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা কম্পিউটার ও টেকনিক্যাল বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করেছেন, যা ভবিষ্যৎ কর্মজীবনে তাদের অনেক সহায়ক হবে।

পুরো আয়োজনটি ছিলো কৃতজ্ঞতা, সম্মান ও ভালোবাসার এক মিলনমেলা। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উপস্থিত সবাই এস.এ. কম্পিউটার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সার্বিক সাফল্য কামনা করেন এবং আগামী দিনগুলোতে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments