হাদির শোককে জাতীয় শক্তিতে রূপান্তরের আহ্বান: সালাহউদ্দিন আহমেদ

সিবি ডেক্স: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের শোককে জাতীয় শক্তিতে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ ওসমান হাদি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি মানুষের অধিকার ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে নির্ভীকভাবে কথা বলেছেন। দেশের সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।

তিনি আরও বলেন, ওসমান হাদির শোককে জাতীয় শক্তিতে পরিণত করাই এখন আমাদের দায়িত্ব। শান্তিপূর্ণভাবে সব রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে হবে। দেশি ও বিদেশি যেসব চক্র গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি করতে চায় এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে, তাদের উপযুক্ত জবাব দিতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এভাবেই শহীদ ওসমান হাদির আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব হবে।

Post a Comment

0 Comments