ফাঁসিয়াখালী ঢালায় বাসচাপায় যুবক নিহত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর ঢালায় বাসের ধাক্কায় মো. আয়াস (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) বেলা ১টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ফাঁসিয়াখালী ঢালায় পৌঁছালে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আয়াস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আয়াস কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ সেলিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাসচালক ঘটনার পরপরই পালিয়ে যায়। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments