তিন জাতীয় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে পিবিআই

সিবি ডেক্স:২০১৪, ২০১৮ ও ২০২৪—এই তিন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিস্তারিত তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ বিষয়ে সোমবার (৪ আগস্ট) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসক (ডিসি) এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে ২০১৪ (দশম), ২০১৮ (একাদশ) ও ২০২৪ (দ্বাদশ) জাতীয় নির্বাচনের সময় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের—

নাম

পিতা-মাতার নাম

স্থায়ী ও বর্তমান ঠিকানা

জাতীয় পরিচয়পত্র নম্বর (NID)

পাসপোর্ট নম্বর

মোবাইল নম্বর

এই ছয়টি তথ্য জরুরি ভিত্তিতে সরবরাহ করতে বলা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) শাখা গত ২৪ জুলাই নির্বাচন কমিশন সচিবালয়ে একটি পত্র পাঠায়। ওই পত্রে শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলার তদন্তে সহযোগিতা চাওয়া হয়।

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, "মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে" এসব তথ্য জরুরি এবং জরুরি ভিত্তিতে তা দুই কপি করে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

পটভূমি:

নির্বাচনের সময় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইন-শৃঙ্খলা রক্ষায় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন। সাধারণত তারা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে থাকেন।

তবে এই প্রথমবারের মতো তিনটি নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের ব্যক্তিগত তথ্য একসঙ্গে চাওয়া হলো। এতে প্রশাসনিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে।

পিবিআই কী বলছে?

এ বিষয়ে পিবিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলেও, নির্বাচন কমিশন সূত্র বলছে—এটি "নির্ধারিত একটি মামলার তদন্ত প্রক্রিয়ার অংশমাত্র", এবং এর সঙ্গে সামগ্রিক নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার কোনো উদ্দেশ্য নেই।

Post a Comment

0 Comments