আবারও গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, উত্তাল সার্জিস আলমের ঘোষণা! (Coxsbazar Bulletin)

সিবি ডেক্স: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর ফের সহিংস হামলা চালানো হয়েছে। বুধবার গোপালগঞ্জ পৌর পার্ক এলাকায় সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে।

ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক উত্তপ্ত পোস্টে বলেন “আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না।”

তিনি অভিযোগ করেন, "খুনি হাসিনার দালালদের হামলায় পুলিশের ভূমিকা ছিল কেবল দাঁড়িয়ে থাকা, যেন তারা নাটক দেখছিল।"
এ সময় তিনি গোপালগঞ্জের ছাত্র ও জনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং আক্রমণকারীদের “আজকেই শেষ দিন” বলে উল্লেখ করেন।

এর আগে, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-এর নেতাকর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীসহ গাড়িবহর অবরুদ্ধ করে রাখে।

Post a Comment

0 Comments