সিবি ডেক্স: দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য শুক্রবার (২৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি অথবা বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়ার এই পূর্বাভাসে যেসব জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা রয়েছে, সেগুলো হলো: খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে শক্তিশালী দমকা বাতাস প্রবাহিত হতে পারে বলে জানানো হয়।
এ অবস্থায় সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের আবহাওয়ায় ছোট নৌযান ও নদীপথে চলাচলকারী যানবাহনের জন্য বাড়তি ঝুঁকি তৈরি হয়। তাই সতর্কতা মেনে চলা এবং প্রয়োজন হলে নৌযাত্রা স্থগিত রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
এদিকে আবহাওয়ার এমন পূর্বাভাস থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি কৃষি, মাছ চাষ ও নৌপরিবহন সংশ্লিষ্টদের যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
0 Comments