কক্সবাজারের পেকুয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধার্থে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন ও পেকুয়া প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের গোদার পাড় এলাকায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
উজানটিয়ার মারকাজ ইউসুফ ইসলামিয়া হেফজ খানা প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে চট্টগ্রাম এলিট আই কেয়ার ফাউন্ডেশনের জ্যেষ্ঠ চিকিৎসকরা সেবা প্রদান করেন। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাডভোকেট জিল্লুর রহমানের তত্ত্বাবধানে পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মীর মোশারফ হোছাইন টিটু। ক্যাম্পের উদ্বোধন করেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম। প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক এফ এম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ।
উদ্বোধনী বক্তব্যে পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম বলেন, উজানটিয়া ইউনিয়ন পেকুয়া উপজেলার একটি প্রান্তিক জনপদ। এই এলাকার পিছিয়ে পড়া অসহায় পরিবারগুলোর জন্য চিকিৎসা সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ক্যাম্প আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সুহাইল সালেহ বলেন, পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম চলমান রয়েছে। প্রতি মাসে ৩০টির বেশি টিউবওয়েল স্থাপন করা হচ্ছে। উজানটিয়ায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠার পাশাপাশি এবার চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হলো। আগামীতে পেকুয়ার প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাস্টার ইয়াছিন আরাফাত, স্বেচ্ছাসেবক দল নেতা সালাহ উদ্দিন, বিএনপি নেতা আজম, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ তায়েবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
0 Comments