সাজেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সেনাবাহিনীর

পার্বত্য চট্টগ্রামে “গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা, জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর”—এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ বেঙ্গল বাঘাইহাট জোন এবং ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাঘাইছড়ি শাখার উদ্যোগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সাজেক রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সেনাবাহিনীর ১৪ বেঙ্গল বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম, পিপিএম (বার), পিএসসি।

এ সময় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়। পাশাপাশি সাজেক জুনিয়র হাই স্কুলে একটি ল্যাপটপ প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়। এছাড়া বড়দিন উপলক্ষে সাজেক গির্জায় নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবু মুছা, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাজেক জুনিয়র হাই স্কুলের সহসভাপতি সিরাজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Post a Comment

0 Comments