টেকনাফে ট্রাক–অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

কক্সবাজারের টেকনাফে হাইওয়ে সড়কে মিনিট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন অটোরিকশা চালক এবং অপরজন যাত্রী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে হ্নীলা আলী খালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার। নিহতরা হলেন— হ্নীলা মৌলভীবাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে অটোরিকশা চালক মো. ফারুক এবং টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের ছেলে যাত্রী ইমাম হোসেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, হ্নীলা থেকে টেকনাফগামী অটোরিকশাটি এবং কক্সবাজারমুখী মাছবোঝাই মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি সড়কের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। প্রয়োজনীয় তদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি।

Post a Comment

0 Comments