আগামী ১ জানুয়ারি রাজধানীতে মাসব্যাপী শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ৩০তম এই মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে মেলার আয়োজন করেছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার মেলার নাম থেকে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দিয়ে শুধু ‘ঢাকা বাণিজ্য মেলা’ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। গত ১৮ আগস্ট ইপিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হলেও পরে বাণিজ্য মেলার স্টিয়ারিং কমিটিতে তা অনুমোদন পায়নি। ফলে মেলার নাম আগের মতোই বহাল থাকছে।
ইপিবি জানিয়েছে, বাণিজ্য মেলা উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
এবারের মেলায় দর্শনার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতে ‘বাংলাদেশ স্কয়ার’ নামে একটি বিশেষ প্রাঙ্গণ রাখা হচ্ছে। মেলায় প্রায় ৩২০টি স্টল থাকবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা।
0 Comments