বৃহস্পতিবার ভোর থেকেই ৩০০ ফিট এলাকায় হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে রাখেন। অনেকের চোখে ছিল বিনিদ্র রাতের ক্লান্তি, তবে প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় সেই ক্লান্তি যেন ম্লান হয়ে গেছে।
বগুড়া থেকে আসা শামসুল ইসলাম জানান, তিনি আগের দিন দুপুরে ঢাকায় পৌঁছান এবং সারারাত রাস্তায় কাটান। শীতের কষ্ট থাকলেও নেতার জন্য তা কিছুই নয় বলে মন্তব্য করেন তিনি।
ভোলার মহসিন বলেন, নেতাকে সামনাসামনি দেখার আশায় অনেক দূর থেকে এসেছেন। একনজর দেখা পেলেই সব কষ্ট সার্থক হবে বলে জানান তিনি।
বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে তারেক রহমান স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেন। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করে।
ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
0 Comments