গত সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে কারা কর্তৃপক্ষের অনুমতি বা অবগত না করেই রফিকুল ইসলামের ব্যক্তিগত এয়ারগান ব্যবহার করে বরগুনা পৌর এলাকায় পাখি শিকারে বের হন ওই দুই কারারক্ষী। ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে এবং ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে টেলিভিশন চ্যানেল ও জাতীয় দৈনিকে সেই দৃশ্য প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
মঙ্গলবার কালের কণ্ঠ অনলাইনে ‘এয়ারগান দিয়ে অবাধে পাখি মারেন দুই কারারক্ষী’ শীর্ষক সংবাদ প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। এরপর কারা বিধি অনুযায়ী অভিযুক্ত দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়।
বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ঘটনায় কারা প্রশাসনের ভাবমূর্তি ‘চরমভাবে ক্ষুণ্ন’ হয়েছে। আইন রক্ষাকারীদের এমন আচরণ জনমনে নেতিবাচক বার্তা দিয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়।
এ বিষয়ে বরগুনা জেলা কারাগারের জেল সুপারের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. খালিদ সাইফুল্লাহ জানান, অভিযুক্ত দুই কর্মকর্তা কারাবিধি লঙ্ঘন করেছেন। কারাগারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে মঙ্গলবার বিকেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
0 Comments