চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে ঘন কুয়াশার মধ্যে দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় জড়িত লঞ্চ দুটি হলো ঢাকামুখী এমভি জাকির সম্রাট-৩ এবং ঢাকা থেকে বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯। সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। পরে আরও একজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
চাঁদপুর বিআইডব্লিউটিএ ট্রাফিক পরিদর্শক বাবু লাল বৌদ্ধ জানান, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ নিয়ে জাকির সম্রাট লঞ্চটি ঢাকা সদরঘাটের উদ্দেশে চলে যায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বছির আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণেই এই নৌ-দুর্ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
0 Comments