স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালে সাজাইল ইউনিয়নের বাসিন্দা হাসান শরীফের ছেলে রিয়াদ শরীফ (৩০) ভালোবেসে বিয়ে করেন উপজেলার মাজড়া গ্রামের মফিজুর শেখের মেয়ে মৌ খাতুনকে। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। তবে দাম্পত্য কলহের জেরে এক সপ্তাহ আগে স্ত্রী মৌ খাতুন স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান।
পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে স্থানীয় কাজীর মাধ্যমে শনিবার তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। তালাকের পরপরই রিয়াদ শরীফ দুধ দিয়ে গোসল করেন, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
রিয়াদ শরীফ জানান, বিয়ের পর শুরুতে সংসার ভালোই চলছিল। পরে স্ত্রীর আচরণ পরিবর্তিত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু হয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়ি যাওয়ার পর তার কার্যকলাপ মেনে নিতে না পেরে তালাকের সিদ্ধান্ত নেন। তালাক দেওয়ার পর প্রতীকীভাবে দুধে গোসল করেন বলে তিনি জানান।
সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম বলেন, ঘটনাটি আগে জানা না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর খোঁজ নিয়ে জানতে পারেন, উভয় পরিবারের সম্মতিতেই বিবাহবিচ্ছেদ হয়েছে।
0 Comments