জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দেশে প্রয়োজনীয় সংস্কারের প্রশ্নে কোনও রাজনৈতিক দল এখন আর কথা বলছে না। বিএনপি ও জামায়াত কীভাবে ক্ষমতায় আসবে—সেই হিসেব নিয়েই বেশি ব্যস্ত, অথচ রাজনৈতিক আদর্শ ও কাঠামোগত পরিবর্তনের আলোচনা অনুপস্থিত।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, আসন্ন নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের প্রতিযোগিতা হওয়া উচিত ছিল না; বরং দেশের প্রয়োজন অনুসারে মৌলিক সংস্কারের প্রশ্নটি সামনে আসা উচিত ছিল। কিন্তু নির্বাচনকে সংস্কার-নির্ভর আলোচনার বাইরে নিয়ে “শোডাউন” নির্বাচনে পরিণত করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন জরিপ এমনভাবে প্রচার করা হচ্ছে যাতে মনে হয় ক্ষমতা কারা পাবে বা পাবে না—সেটাই মূল বিষয়। এসব জরিপের মাধ্যমে মানুষের সংস্কার-চাহিদা আড়াল করার চেষ্টা চলছে। ভোটের নিছক নিকাশ দিয়ে জাতীয় রাজনীতির দিকনির্দেশনা ঠিক করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
0 Comments