আজ বৃহস্পতিবার ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে ব্যস্ত সূচি। দিনের শুরুতেই ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ভোর ৪টা থেকে ম্যাচটি সরাসরি দেখানো হচ্ছে টি স্পোর্টসে।
সন্ধ্যায় ক্রিকেটভক্তদের প্রধান আকর্ষণ ভারত–দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি–টোয়েন্টি। সিরিজের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। একই রাতে আইএল টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে নাইট রাইডার্স ও এমিরেটস; পিটিভি স্পোর্টসে রাত ৮টা ৩০ মিনিট থেকে দেখা যাবে ম্যাচটি।
ফুটবলে আছে ইউরোপা লিগের জমজমাট লড়াই। রাত ১১টা ৪৫ মিনিটে তিনটি ম্যাচ একই সময়ে শুরু হবে—জাগরেব–বেতিস (সনি স্পোর্টস ১), মিতিউলান–গেঙ্ক (সনি স্পোর্টস ২) এবং উট্রেখট–নটিংহাম (সনি স্পোর্টস ৫)। রাত ২টায় আরও তিনটি উত্তেজনাপূর্ণ ম্যাচ মাঠে গড়াবে—সেল্টিক–রোমা, বাসেল–অ্যাস্টন ভিলা এবং লিওঁ–ইগলস, যথাক্রমে সনি স্পোর্টস ১, ২ ও ৫–এ সরাসরি দেখা যাবে।
পুরো দিনজুড়ে ক্রিকেট ও ফুটবলের ধারাবাহিক সম্প্রচার দর্শকদের জন্য এক উৎসবমুখর সময় এনে দেবে।
0 Comments