ছোট সাজ্জাদ দম্পতি আবার গ্রেপ্তার

সিবি ডেক্স: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী শারমিন তামান্নাকে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানির সময় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী শারমিন তামান্না। সাজ্জাদ বর্তমানে রাজশাহী কারাগারে এবং শারমিন তামান্না ফেনী কারাগারে বন্দি রয়েছেন।

আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন বাকলিয়া এলাকার একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র নিজাম উদ্দিন। এ ঘটনায় নিহতের বাবা সাহাব উদ্দিনের দায়ের করা মামলার তদন্তে সাজ্জাদ ও তাঁর স্ত্রীর সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ। পরে তাঁদের এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত সূত্র আরও জানায়, গত বছরের সেপ্টেম্বরে ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী সাতটি হত্যা মামলায় জামিন পান। সম্প্রতি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জামিননামা পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলে উচ্চ আদালত ওই সাতটি মামলার জামিন স্থগিত করেন।

জানা গেছে, জামিনপ্রাপ্ত সাতটি হত্যা মামলার মধ্যে চারটি চান্দগাঁও থানায় এবং তিনটি পাঁচলাইশ থানায় দায়ের হয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনে এসব মামলা করা হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সন্ত্রাসী সাজ্জাদের বিরুদ্ধে ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলা রয়েছে। তাঁর স্ত্রী শারমিন তামান্নার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। চলতি বছরের ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, সাজ্জাদ কারাগারে থাকলেও তাঁর সন্ত্রাসী বাহিনীর তৎপরতা বন্ধ হয়নি। বাহিনীর অন্তত অর্ধশত সদস্য খুন, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত এবং সাজ্জাদের অনুপস্থিতিতে মোহাম্মদ রায়হান, মোবারক হোসেন, বোরহান উদ্দিন ও নাজিম বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন।

Post a Comment

0 Comments