কক্সবাজারে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা–২০২৫’। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় শহীদ দৌলত ময়দানে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে এবং জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ছোট দাশের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, এম রহুল আমিন মুকুল, আবদুল মাবুদ, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্যুৎ মজুমদার, উপদেষ্টা আব্দুল মতিন আজাদ, আহ্বায়ক সুবিমল পাল পান্না ও সদস্য সচিব নাছির উদ্দীন।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি। বিজয় মেলার মতো আয়োজন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলা উপলক্ষে শহীদ দৌলত ময়দানে নির্মাণ করা হয়েছে প্রধান মঞ্চসহ বিভিন্ন প্রদর্শনী স্টল। এবারের আয়োজনে কক্সবাজারের প্রায় ২০টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছে। সংগীত, নৃত্য, নাটক, গণসংগীত, আবৃত্তি ও দেশাত্মবোধক পরিবেশনার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে উপস্থাপন করা হচ্ছে।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ বলেন, “বিজয় মেলা শুধু একটি উৎসব নয়; এটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”
আয়োজকরা জানান, এবারের মেলা প্রাঙ্গণ মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন প্রতীক, ঘটনা ও স্মৃতিচিহ্নকে কেন্দ্র করে সাজানো হয়েছে, যাতে দর্শনার্থীরা মুক্তিযুদ্ধের সময়কার আবহ অনুভব করতে পারেন। সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
উদ্বোধন শেষে একটি বিজয় শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত বিজয় মেলা চলবে। এবারের মেলায় মোট ২০টি স্টল স্থান পেয়েছে।
0 Comments