আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্য দিয়ে এবারের নির্বাচনে চট্টগ্রামে তিনিই প্রথম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার মীর হেলাল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, তারেক রহমান যেদিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, সেদিন থেকেই নির্বাচনী মাঠের অস্থিরতা কাটতে শুরু করে। আর যেদিন তিনি দেশে নেমেছেন, সেদিন থেকে সব ধরনের অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা পুরোপুরি কেটে গেছে। দেশ এখন নির্বাচনের পথে এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মীর হেলাল জানান, তিনি কেবল দলের কেন্দ্রীয় ইশতেহারের ওপর নির্ভর করবেন না। হাটহাজারী ও বায়েজিদ এলাকার স্থানীয় সমস্যা এবং সম্ভাবনাগুলো বিবেচনায় নিয়ে আলাদা একটি ইশতেহার ঘোষণার পরিকল্পনা তাঁর রয়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান এবং বিএনপি নেতা নেসার উদ্দীন বুলু।
0 Comments