প্রথম আলো–ডেইলি স্টারে হামলায় ১৭ গ্রেপ্তার

সিবি ডেক্স: প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি জানান, গত শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে পরদিন ভোর পর্যন্ত শাহবাগ থেকে কাওরান বাজার এলাকায় বিক্ষোভের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা প্রথম আলো ও পরে ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

নজরুল ইসলাম বলেন, ঘটনায় থানা পুলিশ ১৩ জন, সিটিটিসি ৩ জন ও ডিবি ১ জনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নাইম (২৬) দেড় লাখ টাকা লুট করে তা দিয়ে টিভি ও টাচ স্ক্রিন ফ্রিজ কেনে। তার কাছ থেকে ৫০ হাজার টাকা, টিভি ও ফ্রিজ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, প্রথম আলো কর্তৃপক্ষ মামলা করেছে এবং ডেইলি স্টারের মামলা প্রক্রিয়াধীন। হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি বিবেচ্য নয় উল্লেখ করে তিনি বলেন, তারা দুষ্কৃতিকারী এবং আইন অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করা হবে।

Post a Comment

0 Comments