তারেক রহমানকে আজহারির স্বাগত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।
ফেসবুক পোস্টে মাওলানা মিজানুর রহমান আজহারি লেখেন, ‘সুদীর্ঘ ১৮ বছর পর জনাব তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। প্রিয় জন্মভূমিতে আপনাকে সুস্বাগতম। দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার এই প্রত্যাবর্তন। মসৃণ হোক আপনার আগামীর পথচলা।’
দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা প্রতিক্রিয়া জানাচ্ছেন। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
এর আগে একই দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’ বলে অভিনন্দন জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে বিভিন্ন মহলের প্রকাশ্য প্রতিক্রিয়া দেশের রাজনীতিতে নতুন সমীকরণ ও আলোচনা তৈরি করছে।

Post a Comment

0 Comments