লামায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ফরহাদ আহমদ সজল, বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার ফাইতং বড় মুসলিম পাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫ ইং) সকাল সাড়ে ৯টায় ফাইতং বড় মুসলিম পাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবুল কাশেম আরকানী উদ্দেশ্যপ্রণোদিতভাবে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। এ মামলার মাধ্যমে এলাকার ধর্মীয় পরিবেশ ও সামাজিক শান্তি বিনষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তারা দাবি করেন।

বক্তারা অবিলম্বে লামা কোর্টের সি.আর. মামলা নং ৪২৪/২৫ প্রত্যাহারের জোর দাবি জানান। তারা বলেন, এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার না করা হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধনে ফাইতং বড় মুসলিম পাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃত্ববৃন্দ, বড় মুসলিম পাড়া সমাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

পরে ফাইতং এলাকায় মানববন্ধন শেষ করে একই দাবিতে এলাকাবাসী ১১: ৩০ ঘটিকায় লামা উপজেলা পরিষদ চত্বরের সামনেও পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

Post a Comment

0 Comments