ফখরুল: হাদির ঘটনায় নীলনকশা চলছে

সিবি ডেক্স: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিভিন্ন স্থানে মব তৈরি করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগকে একটি ‘নীলনকশার’ অংশ হিসেবে মনে করছেন তারা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, বিএনপি শহীদ ওসমান হাদির হত্যার ঘটনার তীব্র নিন্দা জানায়। তিনি বলেন, এই ঘটনার প্রেক্ষিতে দেশে সংঘটিত মব, হামলা ও ভাঙচুরগুলো একটি পরিকল্পিত নীলনকশার অংশ। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে ‘উগ্রবাদকে প্রতিষ্ঠার চেষ্টা’ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘তবে বাংলাদেশে জোর করে চাপিয়ে, মব সৃষ্টি করে কিছু করা যাবে না। কারণ বাংলাদেশের উদার সংস্কৃতিতে এটা সম্ভব নয়।’ ফখরুল এসব ঘটনাপ্রবাহকে ‘নির্বাচন ঠেকানোর অপচেষ্টা’ হিসাবেও উল্লেখ করেন।

Post a Comment

0 Comments